৩১ অক্টোবর ২০২১, ১৫:৪৯
বুয়েটের হল খুলছে ১০ নভেম্বর
আগামী ১০ নভেম্বর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হল এখনো বন্ধই থাকছে।
আজ রবিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর ২০২১ তারিখ এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল আবাসিক হল (শহীদ স্মৃতি হল ব্যতীত) আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।
আবাসিক হলে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সকল আবাসিক শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।