২৭ অক্টোবরের মধ্যে শাবিপ্রবি শিক্ষার্থীদের টিকা নেওয়ার নির্দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  © ফাইল ছবি

আগামী ২৭ অক্টোবরের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টার থেকে শিক্ষার্থীদের টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর আর টিকার প্রথম ডোজ দেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৬ ও ২৭ অক্টোবর টিকা কার্যক্রম চলবে। যেসব শিক্ষার্থী এখনও টিকা গ্রহণ করেননি তারা আগামী ২৭ অক্টোবর দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন ও স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

সরকারি নির্দেশ মোতাবেক ক্যাম্পাস থেকে প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের কার্যক্রম পরবর্তীতে চালু হবে বলে জানান তিনি।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করতে হবে। টিকা ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাস করা বা আবাসিক হলে উঠতে পারবেন না।


সর্বশেষ সংবাদ