শাবিপ্রবিতে টিকা নেয়া যাবে ২৭ অক্টোবর পর্যন্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৮:৩০ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ০৮:৩০ AM
আগামী ২৭ অক্টোবর পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী চলবে। ওই সময়ের পর শিক্ষার্থীরা আর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবস্থিত অস্থায়ী টিকাকেন্দ্র থেকে টিকা নিতে পারবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান, আগামী ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর আগে ২৫ অক্টোবর থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে আবাসিক হল। তাই স্বাস্থ্যবিধি মানতে ক্লাস শুরুর আগেই সব শিক্ষার্থীর টিকাদান নিশ্চিত করতে চান তারা।
“আমরা এজন্য ২৭ অক্টোবর দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে টিকা কার্যক্রম চালু রাখবো। এসময়ের মধ্যে সবাইকে টিকা নিতে হবে”, বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন জানান, সশরীরে ক্লাস শুরু হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমনকি টিকা ছাড়া কেউ ক্লাসে যেতেও পারবেন না। তাই ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেন্টার থেকে টিকা না নিলে বাইরে থেকে টিকা নিয়ে তার ডকুমেন্টস দেখাতে হবে। অন্তত এক ডোজ টিকা দেয়া ছাড়া কেউ হলে উঠতে কিংবা ক্লাস করতে পারবে না।
গত ১৬ অক্টোবর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা কেন্দ্রের উদ্বোধন করেন।
গত ২২ অক্টোবর থেকে আগামীকাল ২৪ অক্টোবর পর্যন্ত- এই তিন দিন ভর্তি পরীক্ষা ও সাপ্তাহিক ছুটির জন্য টিকা প্রদান কর্মসূচি বন্ধ থাকবে। এরপর আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর দুপুর পর্যন্ত পুনরায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম চলবে।
টিকা কেন্দ্র থেকে এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে দ্রুত টিকা গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি টিকার জন্য সুরক্ষা অ্যাপে বা ইউজিসি প্রদত্ত জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে তারাও মেডিকেল সেন্টারে এসে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবেন।
আগামী ২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। প্রথমদিন ২৫ অক্টোবর স্নাতকোত্তর, দ্বিতীয় দিন ২৬ অক্টোবর চতুর্থ বর্ষ, তৃতীয় দিন ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ ও চতুর্থ দিন ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষের বৈধ শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।