অনলাইনেই ক্লাস বুয়েটে, শিক্ষার্থীদের দাবি সশরীরে

বুয়েটের অনলাইনেই ক্লাস, শিক্ষার্থীদের দাবি সশরীরে
বুয়েটের অনলাইনেই ক্লাস, শিক্ষার্থীদের দাবি সশরীরে  © ফাইল ফটো

দেশে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করেছে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগামী ১৩ নভেম্বর থেকে অনলাইনেই ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয় আপত্তি জানিয়েছে শিক্ষার্থীরা, সশরীরে ক্লাস-পরীক্ষার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার অনলাইনে ক্লাসের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনলাইনেই পরের টার্মের ক্লাস শুরু করছি। এখনও ৫০ শতাংশ শিক্ষার্থীই ২ ডোজ টিকা নেয়নি তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের জন্য বুয়েট ক্যাম্পাসে একটি টিকা সেন্টার স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। আমরা ১ মাসের মধ্যে শিক্ষার্থীদের দুই ডোজ টিকা নিশ্চিত করে তারপর হল খুলবো।

এদিকে, অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বুয়েটের একাধিক শিক্ষার্থী।

বুয়েট শেষ বর্ষের একধিক শিক্ষার্থী সাথে কথা হয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যেই ক্যাম্পাস খুলে ক্লাস নেওয়া সহ বিভিন্ন পরীক্ষা নেওয়া শুরু করেছে। এবং যারা এক ডোজ টিকা নিয়েছে তাদেরকে হলে ওঠার অনুমতিও দেওয়া হয়েছে। তবে আমরা কেন পিছিয়ে থাকব।

তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন টিকা কেন্দ্র করা হয়েছে, যাদের এনআইডি নেই তাদের জন্যও এনআইডি নিবন্ধন কেন্দ্র করা হয়েছে। আমরা শিক্ষকদের কাছে এসব বিষয়ে জানতে চেয়েছিলাম। শিক্ষকরা এ বিষয়ে স্পষ্টভাবে আমাদের কিছুই বলেনি।

বুয়েট শেষ বর্ষের আরেক আবাসিক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত টার্মে আমাদের বলেছিল অধিকাংশ শিক্ষার্থী টিকা নিলে হল খুলে দেওয়া হবে। সশরীরে ক্লাস-পরীক্ষা চালু করা হবে। কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে একরকম জোর করেই অনলাইনে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। এই টার্মেও একই ঘটনা ঘটতে পারে।

বুয়েটের উপাচার্য জানান, গত সপ্তাহে বুয়েটের ওয়েবসাইটে অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত জানিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে।

তবে, আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বুয়েটের ওয়েবসাইটে অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে কোনো নোটিশ পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ