হল খুুলেছে, ফুল-মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করল পাবিপ্রবি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ হাসিনা হল শিক্ষার্থীদের ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের বরণ করে নেন হল প্রভোস্ট অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সহকারী প্রভোস্ট ড. মো. আজিজুর রহমান, মো. রওশন ইয়াজদানী, তরুন দেবনাথ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হাসিবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. সমীরন কুমার সাহাসহ অনান্য শিক্ষকবৃন্দ।
এর আগে, গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ২১ অক্টোবর থেকে হল খুলে দেওয়া কথা জানানো হয়। হল খোলার পর আগামী ২৫ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়টিতে সশরীরে ক্লাস শুরু হবে।
করোনার বন্ধ শেষে হলে ফেরা শিক্ষার্থীদে মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী নাজমুল ইসলাম আবির জানান, দীর্ঘ দিন পর হল খোলায় আমরা খুব আনন্দিত। ধন্যবাহ হল প্রশাসনসহ পাবিপ্রবি প্রশাসনকে এমন উদ্যোগ নেওয়ার জন্য।
আরেক শিক্ষার্থী বলেন, হল খোলায় আমরা খুব আনন্দিত।কিন্তু হলে ডাইনিংয়ের খাবার সমস্যা রয়েছে। যা অনেক ভোগান্তিতে ফেলে আমাদের। দ্রুত সময়ে হলে ডাইনিং সমস্যা নিরসনে হল প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।