বশেমুরবিপ্রবিতে সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
বশেমুরবিপ্রবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

সারাদেশে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাস, উপাসনালয় ও বাড়িঘরে আগুন এবং নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মানববন্ধন করেছে রংপুর বিভাগীয় ছাত্র সংগঠন।    

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের শিক্ষার্থী প্রতিনিধিরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধু ৭২ এর সংবিধান অনুযায়ী দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র ঘোষণা করেছিলেন। সংবিধান অনুযায়ী যার যার নিজ ধর্ম পালন করতে পারবে এবং প্রতিটি নাগরিকদের স্বাধীনভাবে সম-অধিকার নিয়ে বাঁচার অধিকার আছে। কিন্তু বর্তমানে সংখ্যালঘুদের উপর অব্যাহতভাবে নির্মম অত্যাচার, সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু একটা ঘটনারও সুষ্ঠু বিচার পাওয়া যায়নি।

সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, এসকল ঘটনার তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাই।  

মানববন্ধনে অংশ নিয়ে কৃষি বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম কুমিল্লায় মন্দিরে কুরআন শরীফ রাখার ঘটনা প্রসঙ্গে বলেন, যে রেখেছে এটা অন্যায়। এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার পাওয়া সম্ভব ছিল। কিন্তু এটাকে কেন্দ্র করে ইসলামের নামে অন্য সম্প্রদায়ের মানুষের উপর চলমান যে সহিংসতার সৃষ্টি করেছে, এটা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষক আরিফুল ইসলাম আরও বলেন, আজকের এ মানববন্ধনে আমাদের দাবি, যারা সাধারণ কর্মজীবী মানুষের উপর অত্যাচার করছে তাদের বিচারের আওতায় আনা হোক। যারা ভবিষ্যতে সম্প্রতি নষ্ট করবে, ইসলামকে কলুষিত করবে, তাদের বিচারের আওতায় এনে যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সরকারকে সেই ব্যবস্থা করত হবে।


সর্বশেষ সংবাদ