বুটেক্স প্রশাসনের ২০ পদে রদবদল
- বুটেক্স প্রতিনিধি
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১২:৫৫ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২১, ১২:৫৫ PM
ছাত্রকল্যাণ পরিচালক, হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডিসহ প্রশাসনিক ২০ পদে পরিবর্তন এনেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) কর্তৃপক্ষ। গত শনিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় এসব পরিবর্তনের অনুমোদন দেয়া হয়।
দায়িত্ব পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন বুটেক্সের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল। তিনি বলেন, ক্যাম্পাস ও হলের শৃংখলা-নিরাপত্তা নিশিতকরণ এবং সার্বিক মান উন্নয়নসহ নানান উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করতে সিন্ডিকেট সভায় এ পরিবর্তনগুলো আনা হয়েছে।
রদবদলের এসব সিদ্ধান্তের সাথে গণরুম ও হলে অছাত্রদের অবস্থান বন্ধ করার ব্যাপারেও আলোচনা হয়েছে শনিবারের সিন্ডিকেটে।
নতুন এ নিয়োগে টেক্সটাইল ম্যানেজমেন্ট ও বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলীকে ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর করা হয়েছে অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান খানকে। তার সঙ্গে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সহকারী অধ্যাপক এ কে এম আশিকুর রহমান মজুমদার ও সালিমা সুলতানা শিমুকে। তবে সহকারী প্রক্টর মোঃ মাহমুদুল হাসান (লিওন) স্বপদে বহাল আছেন।
নতুন সিদ্ধান্তে বুটেক্সের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের দায়িত্বে আনা হয়েছে আমূল পরিবর্তন।
শহিদ আজিজ হলের প্রাধ্যক্ষ করা হয়েছে সহযোগী অধ্যাপক ড. শেখ মোঃ মামুন কবিরকে। তার সঙ্গে সহকারী হল প্রাধ্যক্ষের দায়িত্ব সামলাবেন সহকারী অধ্যাপক ড. অনুপ কুমার দত্তক ও ড. মুহাম্মাদ মুরাদ আহমেদ। আর সহকারী অধ্যাপক জাওয়াদ ইবনে আমি ও মোঃ কামরুল হাসান চৌধুরী থাকবেন আবাসিক শিক্ষক হিসেবে।
রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সামিউল ইসলাম চৌধুরীকে দেয়া হয়েছে জি এম এ জি ওসমানী হলের প্রাধ্যক্ষের দায়িত্ব। তার সঙ্গে টেক্সটাইল মেশিনারি ডিজাইন ও মেইনটেন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মফিজুল ইসলাম ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ আব্দুল্লাহ আল মামুন সহকারী হল প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এছাড়া আবাসিক শিক্ষক হিসেবে প্রভাষক শুভ ব্রহ্ম ও মোঃ মোতাকাব্বির হাসান তমালকে নিয়োগ দেয়া হয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ হিসেবে আস্থা রাখা হয়েছে সহকারী অধ্যাপক ড. আহমেদ জালাল উদ্দিনের ওপর। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক মোঃ রুবেল খান ও মুহাম্মাদ শায়েখ মুনির।এছাড়া সহকারী অধ্যাপক এমরান হোসাইন ও অনুপম মন্ডলকে করা হয়েছে আবাসিক শিক্ষক।
পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিনা আক্তারকে দেয়া হয়েছে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষের দায়িত্ব। সহকারী অধ্যাপক তৌফিকা সিদ্দিকা ও উপমা নাসরিন হক সামলাবেন আবাসিক শিক্ষকের দায়িত্ব।