২৫ অক্টোবর খুলছে মাভাবিপ্রবির হল, ক্লাস শুরু ২ নভেম্বর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   © ফাইল ছবি

আগামী ২৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য আবাসিক হলসমূহ খুলে দেয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কর্তৃপক্ষ। তবে অন্তত একডোজ টিকা নেয়া শিক্ষার্থীরাই কেবল হলে উঠতে পারবেন।

আর ২রা নভেম্বর থেকে শুরু হবে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে পাঠদান ও পরীক্ষা।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরি) সভার সুপারিশের ভিত্তিতে এবং একই তারিখের ২২৩তম (জরুরি) রিজেন্ট বোর্ড সভায় হল খোলা ও ক্লাস-পরীক্ষার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 


সর্বশেষ সংবাদ