পেছাল শাবিপ্রবির টিকা কার্যক্রম
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০২:৪৭ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২১, ০২:৪৭ PM
অনিবার্য কারণ দেখিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) টিকাপ্রদান কার্যক্রম চার দিন পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে পূর্ব নির্ধারিত তারিখ ১২ অক্টোবরের পরিবর্তে আগামী শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে এ টিকা কার্যক্রম শুরু করা হবে।
বিষয়টি নিশ্চিত করে শাবিপ্রবি মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ইতোমধ্যেই আমরা টিকাদানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে অনিবার্য কারণবশত আমাদের টিকা কার্যক্রম সাময়িকভাবে একটু পিছিয়ে নেওয়া হয়েছে। আগামী শনিবার সকাল দশটা থেকে যথারীতি আমরা টিকা দেওয়া শুরু করবো।
উল্লেখ্য, টিকার জন্য নিবন্ধিত শিক্ষার্থীদেরকে টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষটি টিকাকেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সে কক্ষে মাস্টার্স ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের 'আগে আসার' ভিত্তিতে ২০০ ডোজ টিকা দেওয়া হবে।
টিকা পেতে শিক্ষার্থীদেরকে টিকার রেজিস্ট্রেশন কার্ড ও এর একটি ফটোকপি এবং স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।