পবিপ্রবির আবাসিক হল খুলছে ৩০ সেপ্টেম্বর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হল সমূহ খুলে দেওয়া হচ্ছে। করোনার অন্তত একডোজ টিকা নেওয়ার শর্তে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। হলে ওঠার সময় অবশ্যই টিকা নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিনবৃন্দ এবং হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করে তুলতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে সপ্তম সেমিস্টার এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তৃতীয় এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন। আর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ১ নভেম্বর থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ