স্বাস্থ্যবিধি মেনে ৩ অক্টোবর খুলছে রাবিপ্রবি
দীর্ঘদিনের অপেক্ষার পরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) খুলছে আগামী ৩ অক্টোবর। স্বশরীরে ক্লাস শুরু হলেও আপাতত প্রত্যেক ব্যাচ এক সাথে ক্লাস করার সুযোগ পাচ্ছে না।
স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে বিভিন্ন ব্যাচকে স্বশরীরে ক্লাসে নেয়ার পরিকল্পনা করেছে প্রতিটি ডিপার্টমেন্ট। ক্লাসের ক্ষেত্রে গত বছরে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেওয়া হবে বলে জানা গেছে।
৩ অক্টোবর স্বশরীরে ক্লাস নেয়ার বিষয়ে সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ধীমান শর্মা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, অনেক জটিলতা, সমস্যা পার করে আগামী ৩ অক্টোবর স্বশরীরে ক্লাসের ব্যবস্থা করেছি। দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে। খুব দ্রুত অন্যান্য ব্যাচকে নিয়ে ক্লাস শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের টিকার বিষয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের টিকা ও স্বাস্থ্যবিধির বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। যারা এখনো করোনার টিকার রেজিষ্ট্রেশন করেনি তাদের খুব দ্রুত রেজিস্ট্রেশনের নির্দেশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই চলবে সমস্ত ক্লাস ও পরীক্ষা।