১৫ অক্টোবরের পর খুলবে শাবিপ্রবি

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ  © ফাইল ফটো

আগামী ১৫ অক্টোবরের পর যেকোন দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) খুলে দেওয়া হবে। এর আগে একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করা হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ক্যাম্পাস থোলার আগে আমরা শিক্ষার্থীদের করোনার একডোজ টিকা দেব। এরপর তাদের ক্যাম্পাসে নিয়ে আসা হবে। কবে থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হবে সেটি একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঠিক করা হবে।

শাবিপ্রবি উপাচার্য আরও বলেন, সামনে দূর্গাপূজার বন্ধ আছে। এরপর আমরা ক্যাম্পাসে সশরীরে পাঠদান শুরু করতে চাই। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় খোলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান এই উপাচার্য।


সর্বশেষ সংবাদ