উচ্চমাধ্যমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকুফ করল হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকুফ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তি শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষায় অংশ নেয়ার জন্য এনরোলমেন্টের সময় প্রদত্ত কোর্সের ক্রেডিট ফির টাকা মওকুফ করার কথা বলা হয় এবং এক্ষেত্রে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক বলেন, যেহেতু বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকুফ করার ব্যাপারে সরকারি নির্দেশনা ছিল, সেহেতু আমরা ওই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে পেরেছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ ব্যাপারে সম্মতি দিয়েছিলেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৩০ জুলাই হাবিপ্রবি সাংবাদিক সমিতি এ ব্যাপারে ‘সেতুবন্ধন’ নামক ফেসবুক লাইভে নবনিযুক্ত উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। এর ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ