অনলাইনেও চালু থাকবে রাবিপ্রবির একাডেমিক কার্যক্রম
বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইনেই একাডেমিক কার্যক্রম চালু রাখতে চায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। সোমবার একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এমন তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় চেয়ারম্যান ধীমান শর্মা।
এর আগে গত ২ সেপ্টেম্বর অনলাইনে মিডটার্ম পরীক্ষা শেষ করার পরে একাডেমিক কার্যক্রম নিয়ে বেশ দ্বিধাদ্বন্দে ছিলো সি এস ই বিভাগের শিক্ষার্থীরা। সেই দ্বিধাদ্বন্দকে পাশ কাটিয়ে আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে সকল ব্যাচের অনলাইনেই ক্লাস শুরু করতে যাচ্ছে ডিপার্টমেন্ট।
আসন্ন অক্টেবরে বিশ্ববিদ্যালয় সচল হওয়া ও স্বশরীরে একাডেমিক কার্যক্রম পরিচালনার এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সরকারি নির্দেশনা এলেই আমরা ক্যাম্পাসে ক্লাস শুরু করবো তবে দীর্ঘ এক মাস সময় যেন কোন ভাবে নষ্ট না হয় সেই বিষয় মাথায় রেখে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে চলমান সেমিষ্টারের পরীক্ষা অক্টোবরের শেষের দিকে নেয়ার সম্ভাবনা রয়েছে। এতে শিক্ষার্থীরা মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারবে। ইতিমধ্যে কোর্সগুলো শিক্ষকদের মাঝে বন্টন করে দেয়া হয়েছে। খুব শিঘ্রই শিক্ষার্থীরা রুটিন পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান।
সাধারণ শিক্ষার্থীরা চলমান যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। করেনা পরিস্থিতিতে ইতিমধ্যে অনেক সময় অপচয় হয়ে গেছে। সেখানে নানা অনিশ্চতার মাঝে অনলাইন ক্লাস ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।