অনলাইনে পরীক্ষা শেষ করেছে রাবিপ্রবির সিএসই বিভাগ
করোনা পরিস্থিতিতে অনলাইনেই দুইটি মিডটার্ম পরীক্ষা শেষ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। গত ১৬ আগস্ট থেকে শুরু হওয়া মিডটার্ম পরীক্ষা ২ সেপ্টেম্বর শেষ হয়েছে।
এর আগে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে ও একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে দুইটি মিডটার্ম পরীক্ষাকে মোট তিন ক্যাটাগরিতে ভাগ করে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলো সিএসই বিভাগ।
সিএসই বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা বলেন, ধীরে ধীরে সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের স্থগিত থাকা পরীক্ষাগুলো আমরা শেষ করছি। এসময় তিনি শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন।
অনলাইনে পরীক্ষা শেষ করে স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও। তবে ক্যাম্পাসে ফেরা ও ফাইনাল পরীক্ষা নিয়ে এখনো দুশ্চিন্তায় রয়েছেন। খুব দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জানিয়েছেন তারা।