২৯ আগস্ট ২০২১, ১৬:০৩

ইউজিসি ও রাবিপ্রবি’র মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ইউজিসি ও রাবিপ্রবি মধ্যে চুক্তি স্বাক্ষর  © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২১-২০২২) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

চুক্তিতে ইউজিসির পক্ষে সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং রাবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা স্বাক্ষর করেন।

এ সময় ইউজিসির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারবৃন্দ উপস্থিত ছিলেন।