১৬ আগস্ট ২০২১, ১৩:০৬

পাবিপ্রবি ছাত্র আকাশকে বাঁচাতে সাহায্যের আবেদন

পাবিপ্রবি ছাত্র আকাশকে বাঁচাতে সাহায্যের আবেদন  © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৯ম ব্যাচের (২০১৬-১৭ সেশনের) ছাত্র আরিফুল ইসলাম আকাশ ছিলেন করোনায় আক্রান্ত। এরমধ্যে তার ফুসফুসও ৭০ ভাগ আক্রান্ত হয়েছে। টানা ১১ দিন আছেন ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। কিন্তু ইতিমধ্যে তার চিকিৎসায় প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আকাশের পরিবারের পক্ষে এ ব্যয়বহুল খরচ আর বহন করা সম্ভব না।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রয়াসন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী আলিউল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ইতিমধ্যে ১১ দিন ধরে স্কয়ারের আইসিইউতে চিকিৎসা চলমান এবং অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু এখানে ডাক্তাররা তার চিকিৎসার জন্য অনেক অর্থের কথা বলেছেন। এই অর্থ যোগাতে তার পরিবার হিমশিম খাচ্ছে। তাই তার পরিবারের পক্ষ থেকে বিত্তবানদের থেকে সহায়তার আবেদন জানানো হয়েছে।

সাহায্য পাঠানোর নম্বরঃ
বিকাশ ও নগদ পার্সোনাল
01772041617 (আলিউল ৮ম ব্যাচ)
বিকাশ পার্সোনাল
01817166168 (রাসেল আহমেদ শান্ত ৯ম ব্যাচ)
01741698205 (হাসান রনি ৯ম ব্যাচ)
রকেট পার্সোনাল
015213166052 (আলিউল ৮ম ব্যাচ)
017416982050 (হাসান রনি ৯ম ব্যাচ)