বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত হয়নি: ভিসি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। এছাড়া ভর্তি পরীক্ষার নতুন তারিখের সিদ্ধান্ত কবে হবে সেটাও এখনও নির্ধারণ হয়নি।
আজ মঙ্গলবার (১০আগস্ট) বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ সব কথা জানিয়েছেন।
তিনি বলেন, এখন পযর্ন্ত আগের সিদ্ধান্তই আছে। নতুন কোন সিদ্ধান্ত এখনও হয়নি। নতুন সিদ্ধান্ত হলে তখন জানানো হবে। তবে কবে নাগাদ নতুন সিদ্ধান্ত হতে পারে এই বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গুজব দেখা যাচ্ছে।
এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জুন অনির্দিষ্টকালের জন্য বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানিয়েছিল, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে প্রাথমিক বাছাই পরীক্ষার কমপক্ষে ১০ দিন আগে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। প্রথম ধাপে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।