০৯ আগস্ট ২০২১, ২৩:১৯
বুটেক্সের অনলাইন পরীক্ষার রুটিন প্রকাশ
করোনাভাইরাসের কারণে আটকে থাকা টার্ম ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। অনলাইনের মাধ্যমে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রয়ক (চলতি দায়িত্ব) মো. রেজাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুটেক্সের বিএসসিইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, লেভেল-১ টার্ম-১ (সেশন: ২০১৯-২০২০) চূড়ান্ত পরীক্ষা-২০২০ আগামী ০১/০৯/২০২১ তারিখ থেকে শুরু হবে। রুটিন অনলাইন অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্মে এ পরীক্ষা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়টির পরীক্ষাগুলো গত বছর মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণেস বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। এছাড়া এ পরীক্ষা নেয়ার জন্য একাধিকবার তারিখ ঘোষণা করেও পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।