০৩ আগস্ট ২০২১, ২২:৩৪

অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত রাবিপ্রবির সিএসই বিভাগের

  © টিডিসি ছবি

দীর্ঘদিন অপেক্ষার পরে অনলাইনে পরীক্ষা শুরু করতে যাচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। করোনা পরিস্থিতি, চলমান লকডাউন ও সরকারি নির্দেশনার কারণে স্বশরীরে পরীক্ষা নিতে চেয়েও সম্ভব হয়নি সিএসই বিভাগের। দীর্ঘদিন অনলাইনে সেমিষ্টার চলমান থাকার কারণে বড় ধরণের সেশনজট এড়াতে অনলাইনে প্রেজেন্টেশন, এসাইন্টমেন্ট ও ভাইবার মাধ্যমে প্রথম ও দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা নিতে যাচ্ছে সিএসই বিভাগ।

মঙ্গলবার সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ধীমান শর্মার (সহকারী অধ্যাপক) সাক্ষরিত নোটিশ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্ট।

এ বিষয়ে চেয়ারম্যান ধীমান শর্মা বলেন, সিএসই বিভাগ সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। করোনা পরিস্থিতির কারণে স্বশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও আমরা অনলাইনে পরীক্ষার আয়োজন করেছি। শিক্ষার্থীদের জন্য বার-বার চিন্তাভাবনা করেই সমস্ত শিক্ষকবৃন্দের সর্বসম্মতিক্রমে একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে এই পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি আশা করছি অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবে।

এদিকে অনলাইনে পরীক্ষাকে সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘসময় পরে মিডটার্ম পরীক্ষার মাধ্যমে নতুন সেমিষ্টার শুরু হলে সময়ক্ষেপন কম হবে বলে মনে করেন তারা। ইতিমধ্যে পরীক্ষার মানবন্টন প্রকাশ করেছে সিএসই ডিপার্টমেন্ট।

এসাইন্টমেন্ট ৮ মার্কস, প্রেজেন্টেশন ৪ মার্কস, ভাইভা ৩ মার্কস, মোট ১৫ মার্কস। শিক্ষকরা সাত দিন আগেই আলাদা আলাদা বিষয়ের এসাইন্টমেন্ট ও প্রেজেন্টেশনের বিষয় প্রদান করবেন। শিক্ষার্থীবৃন্দ এসাইন্টমেন্ট জমা দেয়ার জন্য ৭ দিন সময় পাবে। ৮ম-১২তম দিনের মাঝে প্রেজেন্টেশন ও ভাইবার মাধ্যমে প্রথম মিডটার্ম পরীক্ষা শেষ হবে। দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা নিয়ম মেনে আগামী ১লা সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। ২য় মিডটার্ম পরীক্ষা শেষ হলেই আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন সেমিষ্টারের ক্লাস শুরুর কথা ভাবছে সি এস ই বিভাগ।