শোকাবহ আগস্টে পাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জলন

শোকাবহ আগস্টে পাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জলন
শোকাবহ আগস্টে পাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জলন  © টিডিসি ফটো

শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

আজ রবিবার শোকাবহ আগস্টের প্রথম দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘জনক জ্যোতির্ময়’ মূরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন (শেখ রাসেল), হামিদুর রহমান শামীম, সাইদুজ্জামান সৌরভ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাজীব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেকার মাহমুদ সোরভ, উপ-গ্রন্থনা ও প্রকাশক সম্পাদক মো. খসরু খন্দকার, উপ-দপ্তর সম্পাদক শেখ আল আমিন অন্তুসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ফরিদুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা তিনি।

তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে।


সর্বশেষ সংবাদ