৫ আগস্ট পর্যন্ত ছুটি বাড়াল যবিপ্রবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলমান ছুটি আগামী ৫ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আজ রবিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে একথা জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত পত্রে তারিখ ১৩ জুলাই ২০২১-এর প্রেক্ষিতে এবং উপাচার্যের নির্দেশনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি ০৫ আগস্ট ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।
এ সময় জরুরি পরিষেবাসমূহ যেমন- পানি, চিকিৎসা, নিরাপত্তা টেলিফোন ও ইন্টারনেটসহ অত্যাবশ্যকীয় জরুরী সেবাসমূহ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরিচালিত হবে।
আদেশে বলা হয়েছে, বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজনে তাদের অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করবেন। এছাড়া এতে সরকার কর্তৃক অরোপিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য কলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।