বুয়েটে ঈদের তিন জামাত, শুরু সকাল সাড়ে ৬টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৮:৪৩ PM , আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৮:৪৩ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সকাল সাড়ে ৬টা থেকে পবিত্র ঈদ-উল-আযহার মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে সবগুলো জামাতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রবিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে এ বছর এই বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী আসন্ন ঈদ-উল আজহা-এর নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
পড়ুন: ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়
বিজ্ঞপ্তিতে সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মসজিদে আসার জন্য অনুরোধ জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।