শাবিপ্রবি ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ছাত্রকে সাময়িক বহিষ্কার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাস্তায় শারীরিক হেনস্তা করায় লোকপ্রশাসন বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী সুমন দাশ সুবিরকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয় রেজিস্টার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গত সোমবার সুমন বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে রাস্তায় শারীরিক হেনস্তা করায় ভুক্তভোগী ছাত্রী সুমন দাশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, দুপুর বেলায় টিউশনে যাওয়ার পথে রাস্তা অবরোধ করে জোরপূর্বক নাম্বার নিয়ে যায় সুমন দাস। পরবর্তীতে টিউশন থেকে ফেরার পথে পুনরায় পথরোধ করে রেস্টুরেন্টে যাওয়ার প্রস্তাব দেয় সুমন।
‘‘প্রস্তাব প্রত্যাখ্যান করে সে ছাত্রী সিএনজিতে উঠার পর সুমন দাস একই সিএনজিতে উঠে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন’’
বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল জানান, প্রাথমিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এখন বিষয়টা যৌন নিপীড়ন সেলে পাঠানো হবে। সেল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সুমন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। সে সিলেটের মদিনামার্কেটে একটি ভাড়া মেসে থাকেন।