শাবিপ্রবি ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা শাবিপ্রবি ছাত্রের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেয়ে জুনিয়রের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সুমন দাসের বিরুদ্ধে। সোমবার (১২ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সে ছাত্রী।
ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, দুপুর বেলায় টিউশনে যাওয়ার পথে রাস্তা অবরোধ করে জোরপূর্বক নাম্বার নিয়ে যায় সুমন দাস। পরবর্তীতে টিউশন থেকে ফেরার পথে পুনরায় পথরোধ করে রেস্টুরেন্টে যাওয়ার প্রস্তাব দেয় সুমন।
‘‘প্রস্তাব প্রত্যাখ্যান করে সে ছাত্রী সিএনজিতে উঠার পর সুমন দাস একই সিএনজিতে উঠে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন’’
অভিযুক্ত সুমন দাস বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের (১৬-১৭ সেশন) অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে ভুক্তভোগী ছাত্রীটিও একই বিভাগের পড়াশোনা করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু হেনা পহিল বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী এ বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছে। আমরা এ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অধিকতর তদন্তের পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।