৪ আগস্ট থেকে অনলাইনে পরীক্ষা নেবে হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

আগামী ৪ আগস্ট থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থগিত হওয়া একাডেমিক পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। আজ সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৫৭তম একাডেমিক কাউন্সিলের সদস্যদের মতামত বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, আজকের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে স্থগিত পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী আগস্ট মাসের ৪ তারিখ থেকেই স্ব স্ব অনুষদ তাদের স্থগিত পরীক্ষাগুলো নিতে পারবে। সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই অনলাইন পরীক্ষার একটি নীতিমালা প্রকাশ করবো। সে আলোকেই পরীক্ষাগুলো নেওয়া হবে'।

আজ বেলা দুপুর আড়াইটা হতে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের এই সভায় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ সহ অনলাইনে যুক্ত হয়েছিলেন একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ ।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলায় লকডাউন ঘোষণা করার পর গত ২১ জুন হাবিপ্রবির সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর চলতি মাসের ৪ জুলাই এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনদের এক সপ্তাহের মাঝে অনলাইন পরীক্ষার খসড়া নীতিমালা দিতে অনুরোধ করে উপাচার্য। এরপর ৭ জুলাই অনুষদীয় ডিনদের সমন্বয়ে গঠিত অনলাইন পরীক্ষা সংক্রান্ত উপকমিটি একটি খসড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেয়। সেই খসড়ার আলোকেই আজ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অনলাইন পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।


সর্বশেষ সংবাদ