ছাত্র-শিক্ষক বিতর্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ছাত্র-শিক্ষক বিতর্কের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি (বশেমুরবিপ্রবিডিএস)। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৭:২০টায় বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির অফিসিয়াল ফেসবুক পেজে বিতর্কটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব এবং সভাপতিত্ব করেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া।
বিতর্কের মূল বিষয় ছিলো ‘আজকের সংসদ মনে করে গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষকদের আন্তরিকতার অভাব নয়, শিক্ষার্থীদের অনীহা মূখ্য অন্তরায়’।
বিতর্কে দুইটি দলের মধ্যে সরকারী দলে শিক্ষার্থী এবং বিরোধী দলে শিক্ষকরা অংশগ্রহণ করেন। সরকারি দলে শিক্ষার্থী হিসেবে ছিলেন খন্দকার নিয়াজ মাহমুদ, তানহীম রহমান, শেখ মুহাম্মদ রিফাত এবং বিরোধী দলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এমদাদুল হক, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শামসুল আরেফীন এবং বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ ইনস্টিটিউটের শিক্ষক সোহানা সুলতানা।
বিতর্ক অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তছলিম আহম্মেদ, বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম, বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সাদিয়া আফরিন, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ ইনস্টিটিউটের শিক্ষক নুসরাত জাহান এবং ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ।