০৯ জুলাই ২০২১, ১৬:১৮

টিকা পেতে শিক্ষার্থীদের এনআইডি বা আইডি কার্ডের প্রয়োজন নেই: ইউজিসি সচিব

ভার্চুয়াল আলোচনা সভায় অতিথিরা  © টিডিসি ফটো

করোনাভাইরাসের টিকা পেতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি  এনআইডি কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের (আইডি কার্ড) প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান তুহিন।

বৃহস্পতিবার (৯ জুলাই) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ইউজিসি সচিব  বলেন, ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকার নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কথা উল্লেখ করলেও পরবর্তীতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশেরই এনআইডি নেই। এক্ষেত্রে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ইউজিসি কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীদের এনআইডি নেই তাদের তালিকা দেওয়ার জন্য বলা হয়েছে।

“এতে করে শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয় নাম দিয়েই করোনা টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবে। পরবর্তীতে তাদের ফোনে টিকাদানের স্থান ও সময় সংবলিত ম্যাসেজ পৌঁছে যাবে।”

পবিপ্রবির রিপোর্টার্স ইউনিটির সদস্য রেজোয়ানা হিমেলের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।