০৫ জুলাই ২০২১, ২৩:২৮

বন্ধ হলে শিক্ষার্থীদের অবস্থান, বের করে দিল প্রশাসন

বেশ কয়েকদিন থেকে হাবিপ্রবির বন্ধ হলে নির্দেশনা অমান্য করে তারা অবস্থান করে আসছিলেন  © টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের বের করে দিয়েছে প্রশাসন।

আজ সোমবার (০৫ জুন) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অভিযান চালানো হয়। পরে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের বের করে হল সিলগালা করে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যঅপক ড. ইমরান পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অধ্যাপক খালেদ জানান, বিভিন্ন সময়ে নোটিশ দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু এরপরেও কিছু সংখ্যক শিক্ষার্থী আদেশ অমান্য করে হলে অবস্থান করে আসছিল বলে আমরা জানতে পারি।

তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা হলে অভিযান চালিয়েছি। যারা অবৈধভাবে হলে অবস্থান করে আসছিল তাদের বের করে দিয়ে হল সিলগালা করে দেওয়া হয়েছে।

এর আগে, প্রশাসনের পূর্বনির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সোমবার রাতের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল। এ নির্দেশনার পরেও শিক্ষার্থীরা অবস্থান করায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের পক্ষ থেকেও অবৈধভাবে হলে অবস্থানরত শিক্ষার্থীদের বেরিয়ে যেতে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছিল।