০৫ জুলাই ২০২১, ১৬:১৩
টার্ম ফাইনাল পরীক্ষার ফি ৫০ শতাংশ কমালো নোবিপ্রবি
চলমান টার্ম ফাইনাল পরীক্ষার ফি ৫০ শতাংশ কমিয়ে পাঁচশত টাকা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। সোমবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন রিজেন্ট বোর্ডের ৫৩তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের চলমান বর্ষ-১ টার্ম-১, বর্ষ-২ টার্ম-১, বর্ষ-৩ টার্ম-১, বর্ষ-৪ টার্ম-১ ও মাস্টার্সের ফি ৫০% কমিয়ে পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে।