০১ জুলাই ২০২১, ১৮:৩৭

এবার টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল পাবিপ্রবির প্রক্টর

প্রক্টর ড. মো. হাসিবুর রহমানের টিকটক ভিডিও   © ফাইল ছবি

সম্প্রতি টিকটক অ্যাপটি দিয়ে ভিডিও তৈরি করে ভাইরাল হলেন খোদ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। পাবিপ্রবির প্রক্টর ড. মো. হাসিবুর রহমানের করা ১৩ সেকেন্ডের টিকটক ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। কিন্তু বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ড. মো. হাসিবুর রহমান। 

ভিডিওতে দেখা যায়, কণ্ঠশিল্পী ইমরান আর পূজার ‘দূরে দূরে’ গানটির দুটি লাইনের সঙ্গে সুর মিলিয়েছেন ড. হাসিবুর ও তার স্ত্রী। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল! 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে কেউ হাস্যরস করে আবার কেউবা প্রতিবাদ জানিয়ে শেয়ার দিতে থাকে। এই নিয়ে বিরূপ মতামত প্রকাশ করেছেন অনেকেই। শিক্ষক হয়েও এমন কাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, যাদের কাছে থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করবো, এসব মানুষের কাছেই এগুলো বিনোদনের খোরাক। বিষয়টি সত্যিই পুরো দেশের কাছে, জাতির কাছে উদ্বেগ ও উৎকণ্ঠাজনক।

আরেকজন লিখেছেন, ক্লাস, পরীক্ষা বন্ধ আছে তাই টিকটক করে উনি উনার প্রতিভার জানান দিচ্ছেন। অনেকে আবার সেটা নিয়ে হাস্যরস করে বলছেন, স্যার আমাদের অনুপ্রেরণা। কাল থেকে আমিও শুরু করবো।

নাম প্রকাশে অনিচ্ছুক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের একজন শিক্ষক বলেন, “সহকর্মীর এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় আমরা চরম বিব্রত। উনি কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছেন। শিক্ষার্থীদের কাছে লজ্জায় কোনো কথাই বলতে পারছি না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরাও এ ভিডিও মেসেজ করে হাসাহাসি করছেন।”

ভিডিওর বিষয়ে জানতে চাইলে ড. হাসিবুর রহমান বলেন, 'এটা অনেকদিন আগের ভিডিও। ভিডিওটি কে বা কারা ভিডিওটা ভাইরাল করেছে আমি জানি না। পারসোনাল লাইফ আর একাডেমিক লাইফ সম্পূর্ণ আলাদা। এটা আমার ব্যক্তিগত ব্যাপার।'

ড. মো. হাসিবুর রহমান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রক্টরের দায়িত্বে রয়েছেন।