৩০ জুন ২০২১, ১৪:৪৩

যবিপ্রবিতে শিক্ষার্থী প্রতি ব্যয় হবে ১ লাখ ৭৭ হাজার টাকা

যবিপ্রবি  © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ব্যয় বাড়ছে। ২০২১-২২ অর্থ বছরের বাজেট হিসাবে এবছর যবিপ্রবির শিক্ষার্থী প্রতি ব্যয় করা হবে ১ লাখ ৭৭ হাজার টাকা। যা গত অর্থ বছরের চেয়ে ৩০ হাজার টাকা বেশি।

গত অর্থবছরে শিক্ষার্থী প্রতি ব্যয় ছিল ১ লাখ ৪৭ হাজার টাকা। গত ২০১৯-২০ অর্থবছরে যবিপ্রবি শিক্ষার্থী প্রতি ব্যয় ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা, ২০২০-২১ অর্থবছরে শিক্ষার্থী প্রতি এই ব্যয় বেড়ে ১ লাখ ৪৭ হাজার টাকা হয় আর ২০২১-২২ অর্থ বছরে এ ব্যয় বেড়ে ১ লাখ ৭৭ হাজার টাকা প্রক্তোলণ করা হয়েছে। এছাড়া গবেষণা খাতেও ব্যয় বেড়েছে কয়েকগুণ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থী প্রতি রাজস্ব ব্যয় বাড়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।

উল্লেখ্য, বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ৩ হাজার ১৯৬ জন, স্নাতকোত্তরে ৬৮০ জন, এমফিল ১৫ জন ও পিএইচডি ৩২ জনসহ সর্বমোট ৩ হাজার ৯২৩ জন শিক্ষার্থী অধয়নরত আছেন।