শাবিপ্রবি ‘নোঙর’-এর নতুন দায়িত্বে অর্ণব-শান্ত

শাবিপ্রবি ‘নোঙর’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে
শাবিপ্রবি ‘নোঙর’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মিউজিক্যাল ক্লাব ‘নোঙর’র নতুন কমিটিতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাশরাফি বিন মুক্তার অর্ণব এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হাসিবুল আলম শান্ত মনোনীত হয়েছেন।

রবিবার (২৭ জুন) রাতে ভার্চুয়াল এক মিটিং-এ ২০ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের লস্কর আবিদ মনোয়ার, একই বিভাগ ও সেশনের মোজাক্কির আহমেদ, তুর্য্য তরুণ রাহা এবং লোকপ্রশাসন বিভাগের রিফাত হাসান খান নির্বাচিত হয়েছেন। এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে গণিত বিভাগের ৩য় বর্ষের মোহাম্মদ মাসুম ও লোকপ্রশাসন বিভাগের তানভীর আহমেদ আদিল এবং অফিস সেক্রেটারি হিসেবে তাইফ আরহাম পদপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মাঝে অর্গানাইজিং সেক্রেটারি মো. এনাম হোসাইন রাকিব, ব্যান্ড লিডার আশিক খান, ব্যান্ড ম্যানেজার এলভিন কর্মকার রুদ্র, এসিস্ট্যান্ট ব্যান্ড লিডার মিনহাজ চৌধুরী রঙ্গন, ফিন্যান্সিয়াল সেক্রেটারি জিহান খান, হেড অব হিউম্যানিটি সেইক কুদরত ই এলাহী, হেড অব মেটাল ফ্যান ক্লাব পার্থ দাস পঙ্কজ, হেড অব ভিজ্যুয়াল আর্টস আফ্রিদা এনাম এশা, হেড অব মিউজিক স্কুল স্বস্তি দাস মিমি, আর্কাইভ অ্যান্ড আইটি সেক্রেটারি দীপান্বিতা বর্মন বৃষ্টি, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মো. গোলাম রাব্বানী প্রমুখ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

প্রসঙ্গত, মিউজিককে সকলের মাঝে ছড়িয়ে দিতে ‘Break The Barrier Through The Rhythm of Culture’ স্লোগানকে সামনে রেখে ২৬ জন স্বপ্নদষ্ট্রার হাত ধরে ২০০৩ সালের ২৬ জানুয়ারি শাবিতে যাত্রা শুরু করেছিল ‘নোঙর’।


সর্বশেষ সংবাদ