২৭ জুন ২০২১, ২১:০৩

সরকারের কাছে যখন যা চেয়েছি, তাই পেয়েছি: শাবি উপাচার্য

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ  © ফাইল ফটো

আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকারের কাছে যখন যা চেয়েছি আমরা পেয়েছি।

আজ রবিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতে একটি বিশেষায়িত কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাবিপ্রবি উপাচার্য বলেন, সরকার ও ইউজিসির আন্তরিক সহযোগিতার ফলে বর্তমানে আমরা এ অবস্থানে এসেছি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা শতভাগ বিরাজমান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে সরকারের সামগ্রিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সরকার ও ইউজিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।