২৩ জুন ২০২১, ১৮:১৯

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থী গ্রেফতার

বশেমুরবিপ্রবির অভিযুক্ত শিক্ষার্থী  © ফাইল ছবি

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। আটককৃত শিক্ষার্থীর নাম ফয়সাল আহম্মেদ মীনা (২৫)।

তিনি গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া জাঙ্গাল বাজারের আলমগীর মিনার ছেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার স্ট্যাটাস দেয়ার ঘটনায় বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: মাসুদ রানা বাদী হয়ে গোপালগঞ্জ থানায় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে বুধবার (২৩ জুন) একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ফেসবুকে গ্রেফতারকৃত বিশ্ববিদ্যালয় ছাত্র তার Foysal Ahmed আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। 

মামলার বাদী মো: মাসুদ রানা বলেন, ‘সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য পদে নির্বাচন করছেন। তার পক্ষে ভোট চেয়ে আমি আমার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেই। সেখানে ওই বিশ্ববিদ্যালয় ছাত্র আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস দেয়। তার ফেসবুক আইডি ঘেটে দেখি গত ১৬ জুন একটি স্ট্যাটাসে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার ইচ্ছা পোষন করে। পরে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। পুলিশ তাকে গ্রেফতার করে।’

গোপাগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সমস্ত আলামত জব্দ করেছি। বুধবার দুপুরে তাকে কোর্টে পাঠানো হয়েছে।