২২ জুন ২০২১, ১৫:১২
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ লকডাউন ঘোষণা
চলমান করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে আগামী ৩০ জুন পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে সঙ্গনিরোধকল্পে আগামী ৩০ জুন পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণ লকডাউন থাকবে। লকডাউন চলাকালীন সময়ে অফিসের অতীব জরুরি কার্যক্রম পরিচালনার বিষয়ে ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দফতর প্রধানবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।