দুই শিক্ষকসহ করোনায় আক্রান্ত যবিপ্রবির ৮ জন

করোনা আক্রান্ত ২ শিক্ষক
করোনা আক্রান্ত ২ শিক্ষক  © ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন। এছাড়াও যবিপ্রবির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয় সূত্র মতে করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, যবিপ্রবির সাইন্টিফিক অফিসার জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী সুমন হোসেন, কুক মারুফ হোসেন ও পাম্প অপারেটর হাফিজুর রহমান। উক্ত ব্যক্তিরা গত ১৬ তারিখ করোনা নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। এছাড়াও অর্থ দপ্তরের হাবিবুর রহমান ও ডরমেটরির শরিফুল ইসলাম গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

বর্তমানে দুই শিক্ষক সহ আক্রান্ত সবাই নিজ নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছেন ।

উল্লেখ্য যবিপ্রবি অফিসসমূহ ৫০ শতাংশ জনবল বা রোস্টার ডিউটি দিয়ে পরিচালনা করা হচ্ছে ।


সর্বশেষ সংবাদ