শাবিপ্রবির ৬৪ কর্মচারীর পরিবার পাচ্ছে ইন্টারনেট সংযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে বসবাসরত কর্মচারীদের বাসায় বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মচারীদের সন্তানদের শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুন) দুপুরে এ ইন্টারনেট সংযোগ দেওয়া অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অনন্য অবস্থানে আছে। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে ভালো করছে। তবে আমাদের এ অর্জনেই সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সেক্টরে নজর দিতে হবে। বর্তমান সরকার সবাইকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে চেষ্টা করছে। তারই পরিপ্রেক্ষিতে এ সেবা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি জায়গায় (স্টাফ কোয়ার্টার, লন্ডনী বাড়ি, পিয়ন, কালোনী, গেরেজ, সেন্টার ফিল্ড) ৬৪টি পরিবার বসবাস করছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, কম্পিউটার ইনফরমেশন সেন্টারের (সিআইসি) পরিচালক অধ্যাপক মাসুম, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, হিসাব দপ্তরের পরিচালক আ ন ম জয়নাল আবেদীন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, আইটি ম্যানেজার এ এস এম খায়রুল আখতার চৌধুরী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, কর্মচারী সমিতির সভাপতি সাহাজাহান সিরাজ, কর্মচারী ইউনিয়নের সভাপতি ছাদেক আহমেদ, সহায়ক পরিবহন কর্মচারী সমিতির সদস্য সচিব মো. বাবুল আহমদ প্রমুখ।