বিশ্ববিদ্যালয়ে ভবনগুলো ভূমিকম্প সহনীয় করে তুলতে হবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি
শাবিপ্রবি  © ফাইল ছবি

পুণ্যভূমি সিলেট ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো ভূমিকম্প সহনীয় করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল সোমবার (৩১ মে) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সিলেট ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় আমাদের ভবনগুলো ভূমিকম্প সহনীয় করে তুলতে হবে। এই ওয়ার্কশপ ভবন মানসম্মত, দৃষ্টিনন্দন ও কোয়ালিটি সম্পন্ন করে তৈরি করতে হবে।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা কোয়ালিটির ব্যাপারে কোন আপোষ করব না। এ ভবনের কোয়ালিটি নিশ্চিত করার জন্য তদারকি কমিটি গঠন করা হবে। কোয়ালিটি নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সে জন্য কাজের শেষদিন পর্যন্ত আমাদের নজর দিতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. জহির বিন আলম, স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, চীফ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান, বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন


সর্বশেষ সংবাদ