পবিপ্রবিতে অনলাইন ও সশরীরে পরীক্ষা, সিদ্ধান্ত ১০ই জুন
করোনা মহামারিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ অনলাইনে ক্লাস নেওয়ার পর এবার পরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে। সেই ধারাবাহিকতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসি শিক্ষার্থীদের শিক্ষাজীবন গতিশীল রাখার পেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার বিষয়ে সার্বিক দিক পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে ১০ই জুন একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পবিপ্রবির ভিসি অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মুঠোফোনে পবিপ্রবির ভিসি অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, 'পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠি আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে, একাডেমিক কাউন্সিলের অনুমতি সাপেক্ষে সশরীর এবং অনলাইন উভয় পদ্ধতিতে পরীক্ষা নিতে পারবো। আগামী ১০ই জুন একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে যেকোনো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।'
স্ব-স্ব বিশ্ববিদ্যালয় চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবেন এমনটা জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি তথ্য মতে, পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কাউন্সিল রয়েছে সেখানে শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত।
সাধারণ শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতি ও দেশের সার্বিক ইন্টারনেট জনিত সমস্যার কথা বিবেচনা করেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে।