৩০ মে থেকে ১২ জুন পর্যন্ত বন্ধ থাকবে যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৩০ মে থেকে ১২ জুন পর্যন্ত বন্ধ থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ শনিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত লকডাউন অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহের ছুটি বৃদ্ধি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ৩০ মে মধ্যরাত থেকে ১২ জুন মধ্যরাত পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এই সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবে।

এর আগে, গত বুধবার (২৬ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ