৮ বছর পর নতুন রেজিস্ট্রার পেল পবিপ্রবি

ড. মোহাম্মদ কামরুল ইসলাম
ড. মোহাম্মদ কামরুল ইসলাম  © সংগৃহীত

প্রায় ৮ বছর পর নতুন রেজিস্ট্রার পেল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প‌বিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রা‌রের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থে‌কে পাঠা‌নো প্রেস‌ বিজ্ঞ‌প্তি‌র মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

পবিপ্রবি'র বর্তমান উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে বিশ্ববিদ্যাল‌য়ের অধ্যাপকরা রেজিস্ট্রা‌রের অতিরিক্ত দা‌য়ি‌ত্বে ছিলেন। সেই ধারা ভেঙে একজন ডেপুটি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত রেজিস্ট্রা‌রের দা‌য়িত্ব পে‌লেন।

জানা যায়, ড. মো. কামরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন তিনি।


সর্বশেষ সংবাদ