বুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ

বুয়েট ভর্তি পরীক্ষা
বুয়েট ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১২ মে) বুয়েটের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।

ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের যাদের নামের তালিকায় “রিমার্ক” হিসেবে “মেজর অবজেকশন; ডকুমেন্টস্ রিকুয়ারর্ড” উল্লেখ আছে তাদেরকে নিম্নোক্ত ডকুমেন্ট ২২ মে র মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

১) এসএসসি নম্বরপত্রের কপি/২০১৭ সালের 

২) এসএসসি সনদের কপি/২০১৭ সালের 

৩) এইচএসসি নম্বরপত্রের কপি/২০১৯ সালের 

৪) এইচএসসি নম্বরপত্রের মানউন্নয়নের কপি/২০২০ সালের 

আবেদনকারীকে এসএমএস/ইমেইল এর মাধ্যমে এসব ডকুমেন্ট জমা দেয়ার লিংক পাঠানো হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে এসব ডকুমেন্ট জমা প্রদান করা না হলে আবেদনকারীর প্রাক-নির্বাচনী পরীক্ষার এডমিট কার্ড ইস্যু করা হবে না।

উল্লেখ্য, দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বুয়েটের ভর্তি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া চূড়ান্ত ভর্তি পরীক্ষা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

বুয়েটের ভর্তি্র আবেদনপত্র গ্রহণ শুরু হয় গত ১৫ এপ্রিল আর আবেদনের সময় শেষ হয় ৩ মে বিকাল ৩টায়।


সর্বশেষ সংবাদ