শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী গিয়াসের অকালমৃত্যু, শোকার্ত অর্থনীতি পরিবার
লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র গিয়াস উদ্দিন। তাঁর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন।
আজ রবিবার (৯ মে) সংগঠনটির পক্ষ থেকে সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক কাসমির রেজা এক শোকবার্তা প্রকাশ করেন।
শোক বার্তায় তাঁরা বলেন, অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন পরিবার তাঁর (গিয়াস উদ্দিন) মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন গিয়াস উদ্দিন। তাঁর চিকিৎসায় অর্থনীতি বিভাগীয় অ্যালামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রচেষ্টায় গঠিত তহবিলের অর্থ ব্যবহৃত হয়েছিল। অবশেষে রবিবার বেলা আড়াইটায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গিয়াস উদ্দিন ৩৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। অসামান্য ফলাফল ও সামাজিক বিজ্ঞান অনুষদে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য গিয়াস উদ্দিন শাবিপ্রবির তৃতীয় সমাবর্তনে ‘উপাচার্য স্বর্ণপদক’ পান।