হাবিপ্রবিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১২:০৭ PM , আপডেট: ২৬ মার্চ ২০২১, ১২:০৭ PM
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ মার্চ) সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাধীনতা দিবসের র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ৯ টায় প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কর্মচারী ও হাবিপ্রবি স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতা দিবসের বাণী পাঠ ও বিতরণ করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ জুমা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।