২১ মার্চ ২০২১, ২২:২১

শাবি প্রেসক্লাবের ১৭তম কমিটির অভিষেক

  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৭তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক এবং ১৬তম কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২১ মার্চ) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ১৭তম কার্যনির্বাহী কমিটির সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে ও সম্পাদক মাসুদ আল রাজীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট, সম্ভাবনা ও গঠনমূলক সমালোচনা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, গত কয়েকবছরের মধ্যে আমাদের অবকাঠামোগত উন্নয়নের গতি কয়েকগুণ বেড়েছে। বর্তমানে আমাদের শিক্ষা-গবেষণার মান অনেক ভালো। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতায় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল। সামনের দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মোহাম্মদ রেণু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, প্রেসক্লাবের ১৭তম কমিটির নির্বাচনের নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. সাইফুজ্জামান ভূঁইয়া এবং ১৬তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি হোসাইন ইমরান, সহ-সভাপতি আরাফ আহমদ ও সাধারণ সম্পাদক মেহেদি কবীর।

এছাড়াও অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খাঁন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. আবু সাঈদ আরেফিন খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।