শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের ভরাডুবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে আওয়ামী পন্থী প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে ১০ জন, আওয়ামী-বামপন্থী প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে ১ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে বিএনপি-জামায়াতপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে একটি পদেও কেউ-ই নির্বাচিত হননি।
সোমবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সারাদিনের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জায়েদা শারমিন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. তুলসী কুমার দাস নিকটবর্তী প্রতিদ্বন্ধি গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে ৪১ ভোটে এবং সাধারণ সম্পাদক পদে মহিবুল আলম নিকটবর্তী প্রতিদ্বন্ধি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে ৫৬ ভোটে পরাজিত করেছেন।
এছাড়া সহ-সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান ১৫৮ ভোট, কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার ১৮৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে আইআইসিটির সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ছয়টি সদস্য পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমেদ ২১১ ভোট, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম ২০৯ ভোট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী ১৮৯ ভোট, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম ১৮৭ ভোট এবং ১৭১ ভোট পেয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লা আল সোয়েব ও আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান নির্বাচিত হয়েছেন।