স্মার্টফোন কিনতে ৮ হাজার টাকা পেল যবিপ্রবির ২২৪ শিক্ষার্থী

  © ফাইল ফটো

করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে স্মার্টফোন কেনার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২২৪ শিক্ষার্থী সফ্ট লোন পেয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীকে সর্বোচ্চ আট হাজার টাকা করে সুদবিহীন এই ঋণ দেওয়া হয়েছে।

ঋণের জন্য মনোনীত যবিপ্রবির ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৫ জন শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বরের সাথে তাদের নামের মিল থাকায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অগ্রণী ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠানো হয়েছে। বাকি ২৯ জন শিক্ষার্থীর ব্যাংক হিসাবের সাথে নামের মিলা না থাকায় চেকের মাধ্যমে টাকা প্রদান করা হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাঋণ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সুদবিহীন এই ঋণ দিচ্ছে। এর আগে যবিপ্রবি থেকে স্মার্টফোন কেনার জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের একটি তালিকা ইউজিসিতে পাঠায় যবিপ্রবি কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ