৩ শিক্ষার্থীকে সেলাই মেশিন দিয়েছে শাবির ‘কিন’
সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র শিশু-কিশোরদের শিক্ষাদান নিশ্চিত করার লক্ষে নিজেদের প্রতিষ্ঠিত ‘কিন স্কুল’-এর একাদশ শ্রেণির তিন শিক্ষার্থীকে সেলাই মেশিন উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। পরে এসব শিক্ষার্থীকে সার্টিফিকেটও দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ মার্চ ) দুপুর দুইটায় ‘KIN সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২১’ এর আওতায় এ সেলাই মেশিন উপহার এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, মো. আব্দুল্লাহ আল শোয়েব স্যার ও প্রভাষক তানভির হোসাইন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যাপক কাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র শিশু-কিশোরদের শিক্ষাদান নিশ্চিত করতে ‘চেনা হোক প্রতি মুখ শিক্ষার আয়নায়’ স্লোগানকে সামনে রেখে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় ‘কিন স্কুল’। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর ৫টি উইংসের মধ্যে অন্যতম এটি।