এনআইডির কপি চেয়ে শাবির দুই হলের নোটিশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

আবাসিক শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের কপি চেয়ে নোটিশ দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ ও সৈয়দ মুজতবা আলী হল। ইউজিসির নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকারের ভিত্তিতে সবার আগে এ দুটি হলের অধীনে আবাসিক বৈধ ছাত্রদেরকে করোনা ভ্যাক্সিনের আওতায় আনতে এ নোটিশ দিয়েছে তারা।

একই নোটিশে হল সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকেও নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, ছাত্ররা তাদের নিজ-নিজ জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে ০১৭১৭-৯০৮৩০১ হোয়াটস অ্যাপ নাম্বারে দিতে পারবে। এছাড়া তারা সামনা-সামনি এসেও তারা তাদের পরিচয়পত্রের হার্ড কপি জমা দিতে পারবে।

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু সায়েদ আফরিন খান বলেন, হল সংশ্লিষ্ট সকল ‍শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেরকে আগামী ৬ মার্চের মধ্যে হলের নিজস্ব মেইল এড্রেস (smah@sust.edu) এ স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের সফট কপি জমা দেয়ার আহবান করা হচ্ছে।

তিনি বলেন, তারপরও আমরা হলের সকল আবাসিক ছাত্রের ফোন নাম্বারে মেসেজ পাঠিয়ে তাদেরকে এ সম্পর্কে জানিয়ে দেব। এছাড়া তারা সামনা-সামনি এসেও তাদের পরিচয়পত্রের হার্ড কপি জমা দিতে পারবে।


সর্বশেষ সংবাদ